ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পূবালী ব্যাংক উখিয়া শাখা ম্যানেজারসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণা মামলা

pubali-bankফরিদুল মোস্তফা খান, কক্সবাজার থেকে :::

 প্রতারাণা ও দূর্নীতির অভিযোগে মামলা হয়েছে পূবালী ব্যাংক লিমিটেড উখিয়া শাখার ম্যানেজার ইকবাল বাহার ও একই ব্যাংকের চেক জমা গ্রহণার মোঃ সেলিম এর বিরুদ্ধে।

বুধবার কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালত চাঞ্চল্যকর এই মামলাটি তদন্তের দায়িত্ব দেয় দূর্নীতি দমন কমিশন দুদকে। মামলাটির বাদি টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালু খালী এলাকার আয়ুব আলীর পুত্র মকতুল হোসেন অভিযোগ করেন, আসামীদ্বয় পরস্পর যোগ সাজসে ৪ লক্ষ ২০ হাজার টাকার তার একটি জমাদেয়া চেকের টাকা দেওয়াতো দূরের কথা চেকটিও আতœসাৎ করে ফেলেছেন। এ ব্যাপারে তিনি দীর্ঘ আড়াই মাস অপেক্ষার পরও ব্যাংক ম্যানেজার ইকবাল বাহার তাকে টাকা না দিয়ে উল্টো জানিয়েছেন, আপনার চেকটি আমার হেলপার সেলিম হারিয়ে ফেলেছে। এ ব্যাপারে অভিযোক্ত ব্যাংক ম্যানেজার ইকবাল বাহারের সাথে মুঠোফোনে যোগযোগ করলে তিনি প্রতিবেদককে নিজের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি শুনেছেন বলে জানিয়ে বলেন, মামলাটির বাদি মকতুল হোসেনকে আমি চিনি। তার একটি চেক অসাবধানতা বশত কারণে আমার হেলপার হারিয়ে ফেলে। ফলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্ত মকতুল হোসেন তা না করে এখন যেহেতু মামলা করে ফেলেছেন তাই এই ব্যাপারটি আদালতই বুঝবে।

পাঠকের মতামত: