ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পূজো হবে ৩০৫টি মণ্ডপে কক্সবাজার জেলায়

কক্সবাজার প্রতিনিধি :: আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, প্রত্যক ধর্মের শান্তি ও সৌহার্দের বাণী আছে। এসব বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাধ মিলিয়ে চলতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই মানুষ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিবার দূর্গাপুজা’র সময় দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটে। এজন্য আগে থেকেই প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে হবে। কারা এসব কাজে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে। সদর ছাড়াও বিভিন্ন উপজেলায় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের বসা জরুরি। তারপর সমস্যাগুলো চিহ্নিত করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রনজিত দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশ। এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ পূজা মন্ডপের সমস্যার কথা তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলায় এবার ৩০৫টি মণ্ডপে মহাসমারোহে উদযাপন হবে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপুজা। আগামী ১ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপুজা শুরু হবে। ৫ অক্টোবর বিজয়াদশমী’র মধ্যে দিয়ে শেষ হবে শেষ হবে এই উৎসব।

পাঠকের মতামত: