হিফজুল কুরআন প্রতিযোগিতার সেরা টেলিভিশন শো পিএইচপি কুরআনের প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কক্সবাজার জেলা অডিশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শহরের অন্যতম হেফজ শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম ইন্টারন্যাশনাল তাহফিজুল কুরআন মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত বাছাই পর্বে জেলার ৫০ জন হাফেজে কুরআন অংশ গ্রহণ করেন। তার মধ্যে নির্ধারিত নিয়মানুযায়ী বিচার বিশ্লেষণ করে বিচারকগণ ৪ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেন। অনুষ্ঠানে হাফেজদের মধ্যে কার্ড তুলে দেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার ক্বিরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা জহিরুল হক।
অডিশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা থেকে আগত হাফেজ ক্বারী বোরহান উদ্দিন ও বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী।
ইয়েস কার্ড পেয়ে যারা ঢাকার জন্য নির্বাচিতরা হলেন, কুতুবদিয়া আছিয়া হক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র শোয়াইব উদ্দিন কুতুবী, তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার ছাত্র আদনান আল জুহারী, কুতুবদিয়া আল জাবেরিয়া আদর্শ মাদ্রাসার ছাত্র হুসাইন আহমদ ও তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার ছাত্র আরিফ উল্লাহ।
বাছাই পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা কুতুব উদ্দিন, হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদ, হাফেজ মাওলানা আজিজুল ইসলাম ,হাফেজ মাওলানা আবু ছিদ্দিক, হাফেজ মাওলানা মোহাম্মদ জুনাইদ ও ক্বারী মাওলানা ছৈয়দ আহমদ প্রমুখ।
বাছাই পর্ব অনুষ্ঠান সম্পূর্ণ রেকর্ড করেন কক্সবাজারের প্রথম ইউটিউব চ্যানেল ডিসকভার কক্স।
পাঠকের মতামত: