ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা আলীকদমে

নিজস্ব প্রতিবেদক,  আলীকদম ::  অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের আলীকদমে মো. ইসমাইল নামে একব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান এ অভিযান পরিচালনা করেন।মো. ইসমাইল পানবাজার এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের আওতাধীন আলীকদম- থানচি সড়কের ২৩ কিলো নামক এলাকায় অবৈধভাবে পাহাড়ে গাছ কেটে লাকড়ি ও কাঠ বিক্রি করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ কিলো এলাকায় কাঠ ও লাকড়ি পাচারের জন্য অবৈধভাবে পাহাড় কেটে রাস্তা তৈরি করছিল মো. ইসমাইল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান বলেন, পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে মো. ইসমাইলকে। এ সময় এস্কেভেটর সরানোর জন্য নির্দেশনা দিয়ে আসা হয়েছে এবং এস্কেভেটরের ২টি ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউল গনি ওসমানী জানান, পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বিনষ্টকারীদের কোন ছাড় দেওয়া হবে না।

 

পাঠকের মতামত: