ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

পাহাড় কর্তনের দায়ে বানৌজা সড়কের প্রকল্প পরিচালককে ২০ লক্ষ টাকা জরিমানা

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ায় পাহাড় কাটার দায়ে রবিউল আলম নামক সরকারী প্রকল্পের এক প্রকল্প পরিচালককে ২০ লক্ষ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী সোমবার (২২ফেব্রুয়ারী এ জরিমানা করেন।

রবিউল আলম চকরিয়া বরইতলী একতা বাজার (চকোরিয়া) হতে মগনামা বানৌজা শেখ হাসিনা ঘাটি পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল প্রকল্পের পরিচালক।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে রবিউল আলমকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। উক্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে, ক্ষতিপূরণ আরোপিত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে এ ক্ষতিপূরণ আরোপ করেন পরিবেশ অধিদপ্তর। সোমবার এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

পাঠকের মতামত: