ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

পাচারকালে ৫ লক্ষ টাকার চিরাই কাঠ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :: চোরাই পথে অবৈধভাবে পাচারকালে অনুমান ৫ লক্ষ টাকার চিরাই কাঠ উদ্ধার করেছে বন বিভাগ।
২৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে লিংকরোড ফরেষ্ট চেক স্টেশনের কাঠভর্তি ট্রাক আটক করা হয়।

এ সময় আটককৃতরা হলেন- জাহাঙ্গির আলম, আব্দুর রশিদ, রেদোয়ান। সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইনখালী গ্রামে।

জব্দকৃত বিবিধ প্রজাতির চিড়াই কাঠের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) হুমায়ুন কবির সংবাদটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার যেখানে সামাজিক বনায়নে হাত দিয়েছেন সেখানে কাউকে আমরা বন বিনষ্ট করতে দিব না। আশা করছি আমাদের সহযোগিতার হাত বাড়াবেন সকলে।

বন বিভাগের ওসি স্পেশাল সমীর সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ এর নির্দেশে আমি ও আমার সঙ্গীয়রা অভিযান পরিচালনা করে এইসব চোরাই কাঠ আটক করি। আমাদের অভিযান চলমান থাকবে। কোন কাঠ চোরাকারবারিকে ছাড় দেয়া হবেনা। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: