ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

পশ্চিম বড়ভেওলা গরু বাজার বাবদ ৪০লাখ টাকা রাজস্ব প্রদানের অনুমতির আবেদনটি ফিরিয়ে দিলেন চকরিয়ার ইউএনও

Cow Bzar coxsচকরিয়া প্রতিনিধি :

ইজারা বিহীন পশ্চিম বড়ভেওলা গরু বাজার বার্ষিক ৪০লাখ টাকার প্রদান পূর্বক রাজস্ব আদায়ের অনুমতির আবেদনটি ফিরিয়ে দিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বিকাল ৪টায় আজিজুর রহিম নামের এক ব্যক্তি ওই আবেদন করলে ফিরিয়ে দেন। এতে গরু বাজার থেকে পর্যাপ্ত রাজস্ব আদায় অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযোগকারী এম.আজিজুর রহিম জানান, দীর্ঘদিন ধরে চলমান ইজারা বিহীন চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা গরু বাজারটি প্রভাবশালী ব্যক্তি সরকারকে রাজস্ব না দিয়ে অবৈধভাবে ভোগদখল করে আসছেন। এমতাবস্থায় সম্পূর্ন জনস্বার্থে তিনি ২০১৫সালে মার্চ মাসে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর আইনানুযায়ী প্রয়োজনীয় গ্রহণ পূর্বক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাজারটি ইজারা দেওয়ার একটি আবেদন করেন। আবেদনের দুই বছর পর প্রশাসন ইজারা দেওয়ার কোন ব্যবস্থা না করায় আজিজুর রহিম পূনরায় জেলা প্রশাসক ও ৮এপ্রিল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেন। এরপর জেলা প্রশাসক বাজারটি দ্রুত ক্যালেন্ডারভূক্ত করে পরবর্তী ইজারা কার্যক্রম গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশ দেন। এরপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি আঞ্চলিক পত্রিকায় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ অনুযায়ী একাধিক ব্যক্তি দরপত্র সংগ্রহ করেন। গত ২৩ মার্চ তারিখে তিনটি দরপত্র দাখিল করা হয়। দরপত্র দাখিলের তিনদিন পর উচ্চ আদালত ইজারা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় দরপত্র দাখিলকারিদের দরপত্র ও দাখিলকৃত পে-অর্ডার উপজেলা নির্বার্হী কর্মকর্তা অবমুক্ত করে ফেরত দেন। আজিজুর রহিম আরও বলেন, উচ্চ আদালত স্থগিতাদেশ দেওয়ায় বাজারটির ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। বাজারটি খাস কালেকশন করে প্রশাসন রাজস্ব আদায়ের সিন্দ্বান্ত নিয়েছেন। এজন্য ৮ফেব্রুারী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিলকৃত আবেদনে উল্লেখিত মূল্য ৪০লাখ টাকা তার নিকট হতে গ্রহণ করে বাজারটির খাস কালেকশন হিসাবে ১৪২৪বাংলা সনের জন্য ট্যাক্স আদায়ে প্রতিনিধি নিয়োগ দানের জন্য গতকাল ১৬এপ্রিল একটি আবেদন করেন। ওই আবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রহণ না করে ফেরত দেন। এতে সরকার ওই গরু বাজার থেকে বড় ধরণের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে মর্মে আজিজুর রহিম জানান। পশ্চিম বড়ভেওলা গরু বাজার থেকে যাতে ৪০লাখ টাকার চেয়েও কম রাজস্ব না হয় সেদিকে সংশ্লিষ্ট প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যতায় ৪০লাখ টাকা রাজস্ব দিতে প্রস্তুত রয়েছেন তিনি। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম বলেন, পশ্চিম বড়ভেওলা গরু বাজারটির ইজারা কার্যক্রমের উপর হাইকোর্ট এর নিষেধাজ্ঞা রয়েছে। সে হিসাবে কাউকে ইজারা দেওয়া যাচ্ছে না। বাজার নিয়ে নিষেধাজ্ঞা থাকার পরও কেউ আবেদন করলে সেটা আইনগত নয় বলে তিনি জানান।

পাঠকের মতামত: