ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পর্যটকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা

এম.এ আজিজ রাসেল :: নানা আয়োজনে কক্সবাজারে বিশ^ পর্যটন দিবস উদযাপন হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতি। “ আজ সারাবেলা, ফুলের মেলা” এই শ্লোগানকে ধারণ করে পর্যটকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন সংগঠনের নেতৃবৃন্দ। হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির এমন উদ্যোগে অভিভূত পর্যটকেরা।

রবিবার সকালে হোটেল মোটেল জোনে গিয়ে দেখা যায়, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির নেতৃবৃন্দ ফুল নিয়ে রাস্তার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। শিশু থেকে আবাল বৃদ্ধা বণিতা সবার হাতে তুলে দেয়া হচ্ছে রজনি গন্ধার স্টিক। ফুল পেয়ে উচ্ছ্বসিত পর্যটকেরা। অনেক পর্যটক এগিয়ে এসেই ফুল গ্রহণ করছে। সবার চোখে মুখে তখন হাসির ঝিলিক।

অভিমত প্রকাশ করতে গিয়ে ঢাকা বসুন্ধরা আবাসিক থেকে আগত পর্যটক দম্পতি আশরাফ তালুকদার ও রুমি তালুকদার বলেন, আমরা শুনেছিলাম কক্সবাজারের মানুষ মেহমানদারিতে খুবই আন্তরিক। যার প্রমাণ মিলেছে এখানে এসে। পর্যটকদের প্রতি হোটেল মোটেল ব্যবসায়ীদের এমন আথিতেয়তা সত্যিই প্রশংসনীয়। এতে করে কক্সবাজারের পর্যটন আরও অনেক দূর এগিয়ে যাবে।

হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আলহাজ¦ ওমর সুলতান ও হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং ফেডারেশন অব কক্সবাজার ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আলহাজ¦ আবুল কাশেম সিকদারের নেতৃত্বে প্রায় দুই শতাধিক পর্যটককে ফুল দিয়ে শুভেচ্ছা জানা হয়। এসময় উপস্থিত ছিলেন হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সাংগঠরিক সম্পাদক বজল আহমদ, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য হাফিজুর রহমান লাভলু, সদস্য অস্টারিকার সিইউ আহমদ উল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: