ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পরিবেশ দিবসে চকরিয়ায় আলোচনা ও র‌্যালীসহ শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদ এরিয়ায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছিম হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ্মলোচন বড়ুয়া, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন ছাড়াও উপজেলা প্রশাসন, বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমুহ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে সরকারিভাবে গাছের চারা বিতরণ করেন।

 

পাঠকের মতামত: