ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

নৌকার প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠাতে হবে -পেকুয়ার জনসভায় হানিফ

এম মনছুর আলম, চকরিয়া থেকে ::

কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি বলেছেন, সারাদেশে নৌকার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক উচ্ছাস দেখা দিয়েছে। একইভাবে চকরিয়া-পেকুয়াতেও নৌকার উচ্ছাস দেখা যাচ্ছে। আগামী ৩০ডিসেম্বর মহাজোট প্রার্থী জাফর আলমকে নৌকা প্রতীকে বিজয় করে সংসদে পাঠাতে হবে।

তিনি আজ রবিবার বিকাল তিনটায় বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারবাকিয়া ইউনিয়নে স্বরণকালের জনসভায় প্রধান অতিথি মাহবুব উল হানিফ বলেন, ৭১’সালের স্বাধীনতা বিরোধীদের সাথে বিএনপি হাত মিলিয়েছে। তারা ক্ষমতায় যেতে এখনো নানাভাবে যড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ২০০১সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগের ২৬হাজার নেতাকর্মীকে হত্যা এবং হাজার হাজার নেতাকর্মীকে ঘরছাড়া করেছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের নেতৃত্বে দুই মেয়াদে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের কাছে এখন উন্নয়নের রোল মডেল।

তিনি আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের প্রার্থী জাফর আলমকে নৌকা প্রতীকে বিজয় করে মহান জাতীয় সংসদে পাঠিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান। এসময় তিনি উপস্থিত হাজার হাজার জনতার কাছে মহাজোট প্রার্থী জাফর আলমকে তুলে দেন। ৩০ডিসেম্বর তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন, ৭৩’র সালের আওয়ামীলীগের সাবেক এমপি ডা: শামসুউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, চকরিয়া উপজেলা পূজা উদযাপর পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: বারেক, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মারুফ, সাধারণ সম্পাদক আরহান মো: রুবেল, পেকুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কফিল উদ্দিন বাহাদুর, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ।

পাঠকের মতামত: