ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধ হোন- পেকুয়ায় সাফিয়া খাতুন

আইরিন সোলতানা রুমি, নিজস্ব প্রতিনিধি ::

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের জোয়ার বইছে দেশে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার প্রধান শেখ হাসিনা। তার হাত ধরে আমরা স্বপ্ন দেখি একটি উন্নত বাংলাদেশের। তাই পেকুয়া-চকরিয়ার এই সংসদীয় আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে ঐক্যবদ্ধ হোন। আওয়ামীলীগ নেতাকর্মীরা ভোটারদের ঘরে ঘরে যান। তুলে ধরুন আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র। আজ শনিবার (১৭ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠে নাগরিক কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আলহাজ্ব সাফিয়া খাতুন।

এসময় তিনি আরো বলেন, পেকুয়া-চকরিয়া (কক্সবাজার-১) আসনে  আসিতেছে তরুণ নেতৃত্ব। তারুণ্যে উদ্দীপ্ত এই শক্তি বিজয় ছিনিয়ে নিবে ইনশাল্লাহ। স্বাধীনতার বিরোধী শক্তিদের রুখতে তরুণ নেতৃত্বের প্রয়োজন অত্যধিক। তাই আসুন আমরা হাতে হাত রেখে সামনে এগিয়ে যাই। বিজয় সুনিশ্চিত করি।

কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. আশরাফুল ইসলাম সজীবের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিরিন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, সদস্য শাহনাজ হাবিব, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোস্তাফা কামাল, কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শামিমা ইসলাম বিথী ও উম্মে কুলসুম মিনু। রাজাখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।

কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোহাম্মদ বোখারী আজমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল করিম সাইদি, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদ উল্লাহ বিএ এবং পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সদস্য মোহাম্মদ ইউসুফ, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল বকেয়া রেখা, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিএসসি, পেকুয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল আবছার, পেকুয়া উপজেলা তাতীঁলীগের আহবায়ক জায়েদ মোর্শেদ, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন বিল্লাহ প্রমুখ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামীলীগ, পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: