ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নির্বাচনের আগেই লাশের রিহার্সাল ! কিসের ইঙ্গিত?

ইমাম খাইর, কক্সবাজার :

কক্সবাজার শহরের দক্ষিণ রুমলিয়ার ছড়া আশুঘোনা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এএইচএম তানভীর আহমেদ (২৬) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন।

শুক্রবার (২৯ জুন) জুমার নামাজের পর খুনের ঘটনাটি ঘটে।

এসময় তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকি জামশেদ এর পক্ষে কথা বলছিলেন।

নিহত তানভীর দক্ষিণ রুমালিয়ারছড়া আশুঘোনা এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।

তিনি কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার দাখিল ৯ ব্যাচ এবং আলিম ১০ – ১১ ব্যাচের মেধাবী ছাত্র।

বর্তমানে কক্সবাজার আইডিয়াল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষক ও প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক।

আগামী ১০ জুলাই নৌবাহিনীর অফিসার পদে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল তানভীরের।

আগামী ২৫ জুলাই কক্সবাজার পৌরসভা নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। শুরুতেই খুনের ঘটনা স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি করেছে। নির্বাচনের আগেই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছে এলাকাবাসী।

জনসেবা নয় ক্ষমতাই যাদের মুখ্য, তারা যে কোন মূল্যে চেয়ার পেতে চায়। সেটি প্রয়োজনে লাশের বিনিময়ে হোক। ইতিহাস তাই বলে।

কক্সবাজার পর্যটনবান্ধন ও রাজনৈতিক বন্ধনসমৃদ্ধ এলাকা। সামান্য ক্ষমতার জন্য কোন মায়ের বুক খালি হতে দেয়া যায়না। একজনকে চেয়ার পাইয়ে দিতে হাজারো স্বজনের বুকফাটা আর্তনাদ শুনতে চাইনা। আমরা নিরীহ জনগণ চাই শান্তি।

সময় এখনো আছে। প্রশাসনকে সচেতন ও কঠোর হতে হবে। শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী কাউকে ছাড় দেয়া যাবেনা।

পাঠকের মতামত: