মিজবাউল হক, চকরিয়া :
চকরিয়ায় ২ লাখ ৭১হাজার ১’শ ৪৬জন নাগরিক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড (এনআইডি) পাচ্ছেন। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভূক্ত এসব নাগরিকদের মধ্যে আজ ১২ আগস্ট থেকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। ব্যক্তিগত ২৮টি তথ্য এই কার্ডে অর্ন্তভুক্ত থাকবে এবং সরকারি সবধরণের সেবা পেতে প্রয়োজন হবে এই কার্ডটি। আজ আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করবেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ। এ উপলক্ষে গতকাল ১১ আগস্ট বিকাল তিনটায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
চকরিয়া নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভূক্ত দুই লাখ ৭১ হাজার ১’শ ৪৬জন নাগরিক স্মার্ট জাতীয় পরিচয় পত্র (স্মার্টকার্ড) পাবেন। যার মধ্যে চকরিয়া পৌরসভার ৪২ হাজার ৩’শ ৬জন নাগরিক এবং উপজেলা ১৮ ইউনিয়নের ২লাখ ৭১ হাজার ১’শ ৪৬জন নাগরিককে এই কার্ড দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত সকল ভোটাররা এ কার্ড দেওয়া হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেন জানান, সব নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দিতে নির্বাচন কমিশন সবধরণের প্রস্তুতিও সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট চকরিয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর ১৬ আগস্ট থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে বিতরণ করা হবে। তিনি আরও বলেন, মাননীয় নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এ কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনের সময় পৌরশহরের বিশিষ্ট ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া হবে।
জানা যায়, চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের নাগরিকদের জন্য ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে স্মার্ট বিতরণ করা হবে। এছাড়াও চিরিঙ্গা ইউনিয়নের নাগরিকদের জন্য ৬ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পালাকাটা উচ্চ বিদ্যালয়, কাকারা ইউনিয়ন ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়, হারবাং ইউনিয়নে ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হারবাং উচ্চ বিদ্যালয়, বরইতলী ইউনিয়নে ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বরইতলী সরকারি প্রা: বিদ্যালয়, লক্ষ্যারচর ইউনিয়নে ২৬ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসায়, খুটাখালী ইউনিয়নে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত খুটাখালী উচ্চ বিদ্যালয়, ডুলাহাজারা ইউনিয়নে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফাসিয়াখালী ইউনিয়নে ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ১৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মানিকপুর উচ্চ বিদ্যালয়, কৈয়ারবিল ইউনিয়নে ২০ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পশ্চিম কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেমুশিয়া ইউনিয়নে ২৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জিনাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে ২৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়, পূর্ববড়ভেওলা ইউনিয়নে ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জিএম মিশনারী উচ্চ বিদ্যালয়, বদরখালী ইউনিয়নে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বদরখালী কলোনিশন উচ্চ বিদ্যালয়, ভেওলামানিকচর ইউনিয়নে ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়, কোনাখালী ইউনিয়নে ১৩ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মরণঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বমুবিলছড়ি ইউনিয়নে ১৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বমুবিলছড়ি পরিষদ ও সাহারবিল ইউনিয়নে ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সাহারবিল বিএম এস উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হবে। নির্বাচন অফিসার মো: সাখাওয়াত হোসেন আরও জানান, কার্ড বিতরণের সময় প্রয়োজনীয় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে কার্ডধারীর দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ নেয়া হবে এবং ইমেজ রিকগনিশন ইন্টেলিজেন্ট সফটওয়্যার (আইরিস) স্ক্যানার দিয়ে চোখের ছাপ নেয়া হবে। এই কার্ডে প্রত্যেক ব্যক্তির ২৮টি তথ্য লিপিবদ্ধ থাকবে। সরকারি সব অনলাইন সুবিধা, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, সম্পত্তি কেনাবেচা, টিআইএন প্রাপ্তি, বিয়ে রেজিস্ট্রেশন, ই-পাসপোর্ট, ব্যাংক হিসাব খোলা, ব্যাংক ঋণগ্রহণ, সরকারি ভাতা উত্তোলন, সহায়তা প্রাপ্তি, বিআইএন, শেয়ার-বিও একাউন্ট, ট্রেড লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, বীমা স্কিম, ই-গভর্নেন্স, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, মোবাইল সংযোগ, হেলথ কার্ড, ই-ক্যাশ, ব্যাংক লেনদেন ও শিক্ষার্থীদের ভর্তির কাজ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা নিতে এই কার্ড প্রয়োজন হবে।
প্রকাশ:
২০১৮-০৮-১২ ০৩:৪৪:৫০
আপডেট:২০১৮-০৮-১২ ০৩:৪৪:৫০
- চকরিয়ায় সাংবাদিক পরিচয়ে ওসির কাছ থেকে মোবাইলে চাঁদাদাবি, যুবক গ্রেফতার
- কেউ দলের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা”
- শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চকরিয়ায় মালুমঘাট হারবাং বমুতে খ্রীষ্টানদের শুভ বড়দিনের উৎসব উদযাপন
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- পেকুয়া এবিসি সড়কে সিএনজি-ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
পাঠকের মতামত: