নিউজ ডেস্ক :: দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে:- সুজন- সুশাসনের জন্য নাগরিক, জাতীয় ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও বিকশিত নারী নেটওয়ার্ক কতৃক সারাদেশে একযোগে মানববন্ধন পালনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা সুজন, জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরাম, জাতীয় ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে চকরিয়া সদর প্রধান সড়ক সংলগ্ন নিউমার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিটি চকরিয়ায় আজ ১০ অক্টোবর ২০২০ তারিখ সকাল ১১.০০ টা হতে ১২.০০টা পালিত হয়। অংশগ্রহনকারীগন দলমত,জাতি,ধর্ম,নির্বিশেষে মানুষের ভিতর গণজাগরণ সৃষ্টি হলে ধর্ষনসহ সকল অপরাধ হ্রাস পাবে।মুক্তিযুদ্ধেও চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সবাই অন্যায় ,অসংগতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে অন্যায় পরাজিত হবে। মানুষের মধ্যে নৈতিকতা, মানুষের প্রতি সম্মানবোধ বৃদ্ধির পাশাপাশি নৈতিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। র্ধষনরে র্সবোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আছ।েতবে মানুষ সচতেন না হলে সঠকি সাক্ষী না দলিে আদালত সটো বাস্তবায়ন করতে পারবে না।মুক্তযিুদ্ধরে চতেনায় উজ্জীবতি হয়ে সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়,সচতেন হয়,তবে র্ধষন সহ সকল অপরাধ বন্ধ করা সম্ভব।ইহা ছাড়া চকরয়িায়ার আবাসকি হোটলে মালকিদরে কাছে অনুরুধ,কোন র্বডার এলে তার বস্তিারতি জানবনে। সন্দহে হলে ভাড়া দবিনে না।তাহলে হোটলে কন্দ্রেীক অপরাধ হ্রাস পাব।েরাষ্ট্ররে পক্ষে একা এসমস্যার সমাধান সম্ভব নয়।আমাদরেকে গণজাগরন সৃস্টি করতে হব।েছাত্রছাত্রীদরে কন্যা শশিু দবিসরে গুরুত্ব বুঝাতে হব।েইয়থ এন্ডংি হাঙ্গার ও একটভি সটিজিনেরে সদস্যদরেকে মুটভিশেনরে দ্বায়ত্বি নতিে হব।ে নারীরা আমাদের মা, বোন ও কারো না কারো পরিবারের সদস্য। তাই তাদের নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সকলের। পারিবারিক ও সামাজিক সচেতনতাবোধ, আত্ম সম্মানবোধ বৃদ্ধি করার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে তাহলে দেশে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি বর্তমান সময়ে ধর্ষণ এর মতো অন্যায়কারীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড। মানববন্ধন কর্মসূচীতে শতাধিক লোক অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশগ্রহন করেন সুজন চকরিয়া উপজেলা কমিটির প্রধান উপদেষ্ঠা হাজী বশিরুল আলম,কর্মশালা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহৎ খোকন,সহ-সম্পাদক মনির উদ্দিন,প্রচার সম্পাদক মনসুর মহসিন,নিবাহী সদস্য তানভীরুল ইসলাম,রুজিনা আক্তার,নারী নেত্রী নিগার উম্মে সালমা এ্যানী,আন্জুমান আরা,ইয়ুথ লিড়ার আরমান,রুক্সী,খাইরুলসহ আরো অনেকে। কার্যক্রমটিতে সভাপতিত্ব করেন, সুশাসনের জন্য নাগরিক চকরিয়া উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবির ও সঞ্চালনা করেন চকরিয়া সুজন কমিটির সম্পাদক এ্যাডভোকেট মিফতাহ উদ্দিন আহম্মেদ। মানববন্ধন অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মোহাম্মদ মাইনুল ইসলাম।
পাঠকের মতামত: