ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

নারীদের সম্পৃক্ত করলে সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌছানো সম্ভব -সজীব

chakaria (juba mahila leug) 17-04-2017চকরিয়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারাদেশে অভাবনীয় উন্নয়ন হচ্ছে। একইভাবে চকরিয়া ও পেকুয়া উপজেলাও পিছিয়ে নেই। কিন্তু বর্তমান সরকারের উন্নয়নের কথা সঠিকভাবে প্রচার হচ্ছে না। সঠিক নেতৃত্বেও কারণে সাধারণ মানুষের কাছে পৌছানো যাচ্ছে না। কারণ আওয়ামীলীগ সহ অন্যান্য সংগঠন থাকলেও নারী সংগঠন না থাকায় এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। নারীদের সম্পৃক্ত করে নারী সংগঠন গুলো কাজ করলে বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌছানো সম্ভব।

গতকাল ১৭এপ্রিল বিকাল তিনটায় চিরিঙ্গা শাহ বোর্ডি চত্বরে নব গঠিত চকরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাছরিন জান্নাত শাওনের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক সচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড. আশরাফুল ইসলাম সজীব এসব কথা বলেন। আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা যুব মহিলীগের সভাপতি আয়েশা সিরাজ। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বোকারী আজম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সম্পাদক হাসিনা আক্তার রিটা, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজা আমজাদ, জেলা তাতীলীগের সদস্য সচিব এমএ রাশেদ, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা জন্নাতুল বকেয়া রেখা, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন চকরিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল। এছাড়াও সংবর্ধনায় বক্তব্য রাখেন, পৌর যুবলীগ নেতা মিজান, জাহাঙ্গীর, সেলিম, বেলাল, মানিক বাবু, কলিম, এরফান, ছাদেক, সেলিম, মিনহাজ, মানিক, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির চৌধুরী, পেকুয়া ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, পৌর ছাত্রলীগের সভাপতি মিজান, সাধারণ সম্পাদক পারভেজ, কলেজ ছাত্রলীগের সভাপতি জিহান, সম্পাদক মুবিন, সাংগঠনিক সম্পাদক রাসেল চন্দ্র সুশীল, রিয়াদ, উপজেরা ছাত্রলীগের সাংগঠনিক মজনু, পৌর ছাত্রলীগ নেতা রাজু, তারেক, ইসা, শান্ত, বোরহান, জিকু। ইউনিটি অব চকরিয়ার সদস্য খোকা, ইলিয়াছ, আলী, পারভেজ, সুমন, ছাবের, হারবাংয়ের মিরান, হামিদ, নুর আলম, বাবুল, মিরান, বেলাল, কাজল, আবছার, জালাল ও রবি। পরে চট্টগ্রামের জনপ্রিয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত: