ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

নাগরিক অধিকার নিশ্চিত ও সেফহোম তৈরী করে মজলুম রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে

প্রেস বিজ্ঞপ্তি ::
রোহিঙ্গাদের নাগরিক অধিকার নিশ্চিত ও সেফহোম তৈরী করে স্বদেশে ফিরিয়ে নিতে দেশটির সরকারের কাছে আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহকারী মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।
তিনি বলেন, রোহিঙ্গাদের প্রতি কোন ধরণের অমানবিক আচরণ সহ্য করা হবেনা। অসহায় এসব মানবতার পাশে দাঁড়ানো মুসলিম উম্মাহর কর্তব্য।
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা আয়োজিত দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের প্রথম দিন শুক্রবার (২৬ জানুয়ারী) প্রধান আলোচক ছিলেন। রাত দশটার দিকে হাজারো জনতার উদ্দেশ্যে কালজয়ী ইসলামের ঐতিহ্যের উপর আলোচনা করেন হেফাজতের অনলবর্ষি এই বক্তা। কড়া ভাষায় হুঁশিয়ারী দেন ইসলামের দুশমনদের।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাদে জুমা থেকে শুরু হওয়া সম্মেলনে বাবু নগরী বলেন, মহানবী (স.) এর শান মানে আঘাত করে অতীতে কোন শক্তি রেহায় পায়নি। আগামীতেও পাবেনা। যারা ইসলামের বিরূপ সমালোচনা করে তারা আল্লাহ ও তার রাসুলের দুশমন।
সম্মেলনে আলোচনা করেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম সাদেক, পটিয়া মাদরাসার মুফতি বোরহান উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজি সানা উল্লাহ, মাওলানা রিজওয়ান রফিকী, মুহাদ্দিস মাওলানা অলি আহমদ, মাওলানা আব্দুচ্ছালাম ক্বুদছী, মাওলানা জসিম উদ্দিন মিছবাহ, মাওলানা সাইফুল ইসলাম সাঈফী প্রমুখ।
পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসান, প্রবীন আলেম মাওলানা শেখ সুলাইমান ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব।
দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনের শনিবার সমাপনী দিবসে মুসলিম উম্মাহর প্রথম কিবলাহ বায়তুল মুকাদ্দাসের খতীব আল্লামা শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী আলোচনা শেষে মোনাজাত করবেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি।
এছাড়া আরো আলোচনা করবেন- হেফাজতের নায়েবে আমীর নুর হোসাইন কাসেমী, বি-বাড়িয়া জামেয়া দারুল আরকমের মুহতামিম মাওলানা শায়খ সাজেদুর রহমান, ঢাকা জামেয়া কাসেমিয়া মিরপুরের মুহতামিম মাওলানা জুনাইদ আল হাবিব, ঢাকা শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতামিম মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, ঢাকা ইসলামবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের অধ্যাপক ড.আ.ফ.ম খালিদ হোসেন, মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহ. এর সাহেবজাদা মাওলানা হাফেজ ইমদাদুল্লাহ নানুপুরী, হাটহাজারী মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, ঢাকা রাসুলবাগ জামে মসজিদের খতীব মাওলানা মুজিবুর রহমান, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

পাঠকের মতামত: