উখিয়া প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ড বরইতলির মনজয় পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ আবু, সোনা মিয়া, জসিম উদ্দিন, নুরুল হাকিম এবং নূর মোহাম্মদ। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বরইতলি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য ক্যানেরাও চাকমা।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, স্থানীয় বাসিন্দা রুপায়ন বড়–য়ার নিয়োগ করা শ্রমিকরা পাহাড় কাটার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের উদ্ধারে স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।
তবে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সরোয়ার কামাল জানান, পাহাড় কাটার সময় ছয়জন শ্রমিক মাটিচাপা পড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও স্থানীয়রা। ঘটনাস্থল থেকে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত: