নিউজ ডেস্ক ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় উদ্ধার হয়েছে ৭টি এসএমজি ও বেশ কিছু সরঞ্জাম।
নিহত ব্যক্তির নাম জ্ঞান শংকর চাকমা। তিনি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের রাঙ্গামাটি এলাকার প্রধান চাঁদা আদায়কারী বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত অন্য অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৪৩৭ রাউন্ড গুলি, ১১ রাউন্ড গুলির ব্যবহৃত খোসা এবং ৪ লাখ ৩৬ হাজার নগদ টাকা।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির সীমান্তে ফাঁদ পাতে যৌথবাহিনী। সেখানে বুধবার সকাল ১১টার দিকে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পিছু হটে গেলে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
মৃত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
পাঠকের মতামত: