ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার

lasহাফিজুল ইসলাম চৌধুরী,নাইক্ষ্যংছড়ি :
নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন উপবন লেক থেকে নিখোঁজ গৃহবধু নূর আয়েশার (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় স্থানীয় লোকজন লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নূর আয়েশার মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

দুই কন্যা শিশু সন্তানের জননি নূর আয়েশা ওই এলাকার নূর আহমদের স্ত্রী। সে গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলসি নিয়ে পানি আনতে গিয়ে পুরাতন উপবন লেকের পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার ৪দিন পর তার লাশ ভেসে উঠেছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: