ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নবাগত ওসির অভিযানে হোয়ানকের পাহাড় থেকে বিপুল মদ ও সরঞ্জামসহ আটক ২

মহেশখালী প্রতিনিধি ::
মহেশখালীর হোয়ানক ইউনিয়নে এর পাহাড়ে অবস্থানরত অনেক দিনের পুরনো বাংলা মদের কারখানার পুলিশের অভিযান।
মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস এর নেতৃত্বে পুলিশ ছদ্মবেশে সকাল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বাংলা মদ ও তৈরির সরঞ্জাম সহ দুই জনকে আটক করেছেন হোয়ানক পুলিশ ক্যাম্পের এএসআই মালেক সহ পুলিশ সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সংবাদকর্মী রকিয়ত উল্লাহ জানান, পুলিশ লুঙ্গি পরে ছদ্দবেশে অভিযান চালায় দীর্ঘ তিন ঘন্টা পুলিশের শ্বাসরুদ্ধ অভিযান সফল হয়, বিপুল পরিমাণ চোলাই মদ,  ছোট-বড় দশটি কন্টেইনার, মদ তৈরি ব্যবহারিত মালামাল সহ দুইজনকে আটক করে পুলিশ।

অভিযানের সংবাদ পেয়ে মহেশখালী থানা হতে এসআই বোরহান ও এএসআই জহিরের একটি টিম এসে সংযুক্ত হয়।

পাঠকের মতামত: