ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

নবাগত এসপি মাসুদ হোসেনের চকরিয়া থানা পরিদর্শন

চকরিয়া নিউজ ডেস্ক ::  কক্সবাজারের নবাগত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ২১ সেপ্টেম্বর শুক্রবার রাতে চকরিয়া থানা পরিদর্শন করেছেন। এসপি এবিএম মাসুদ হোসেন চকরিয়া থানায় পৌঁছালে চকরিয়া সার্কেলের সিনিয়র এএসপি কাজী মোঃ মতিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী পুস্পস্তবক দিয়ে তাঁকে উঞ্চ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার চকরিয়া সার্কেলের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এএসপি, ওসি ও উধ্বর্তন পুলিশ অফিসারদের নিয়ে মতবিনিময় করেন ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় তিনি পুলিশের সেবাকে আরো বেশী সহজলভ্য করে পুলিশকে সাধারণ মানুষের প্রকৃত বন্ধু হওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্বপালান করার আহবান জানান।

এর আগে একইদিন বিকেলে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বীর শ্রেষ্ট শহীদ রুহুল আমিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইন্যাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: