ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

নবম ওয়েজবোর্ড ঘোষণা না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশে বিক্ষোভ

coxsফরিদুল মোস্তফা খান, কক্সবাজার ::

আগামী ১৫ নভেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষিত না হলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতারা বলেছেন, রাষ্ট্রপতির সুপারিশ ও প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকার পরও সংবাদপত্রশিল্পের সাংবাদিক ও কর্মচারীদের জন্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা না হওয়াটা রহস্যজনক। ১৫ নভেম্বরের মধ্যে নতুন ওয়েজবোর্ড ঘোষণা দেওয়া না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশে সব সাংবাদিক ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে কক্সবাজারে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা।

সৈকতের সী-ইন পয়েন্টে সোমবার বেলা ১১টা থেকে দেড়ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, যশোর, ময়মনসিংহ, দিনাজপুরসহ সারা দেশের সাংবাদিক নেতারা অংশ নেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ওমর ফারুক।

বক্তব্য দেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, মনতোষ বসু ও প্রদীপ শঙ্কর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মধুসূদন মণ্ডল, কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ ও নওশের আলী খান, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কক্সবাজারের সাধারণ সম্পাদক জাগেদ সরওয়ার সোহেল প্রমুখ।

নেতৃবৃন্দ নাসিরনগরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ঘটনাকারি কোন দলের বা ধর্মে তা বিবেচনায় না এনে অপরাধী হিসেবে বিবেচনায় নিয়ে অনতিবিলম্বে ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনের আগে রোববার রাতে কক্সবাজারের হোটেল কক্স টুডের সম্মেলন কক্ষে বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে সাংবাদিক নেতারা রামুর বৌদ্ধমন্দির, ১০০ ফুট গৌতম বৌদ্ধের মূর্তিসহ পর্যটন এলাকার দর্শনীয় স্থানগুলো পরিদর্শনের কথা রয়েছে।

পাঠকের মতামত: