ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

নবনির্বাচিত সাংসদ জাফর আলমকে হযরত ফাতিমা (রাঃ) বালিকা আলিম মাদরাসার অভিনন্দন

চকরিয়া নিউজ ডেস্ক ::
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ জাফর আলম বিএ (অনার্স) এম. এ’ কে চকরিয়া হযরত ফাতিমা (রাঃ) বালিকা আলিম মাদরাসার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাননো হয়েছে। গতকাল তার বাসভবনে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল কাদের টুক্কু মিয়া, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কবির হোছাইন, প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ গোলাম মওলা, অভিভাবক সদস্য নুরুল আবছারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কর্মচারীবৃন্দ। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম মাদরাসার সার্বিক বিষয়ে খবরাখবর নেন এবং আরো অগ্রগতিতে সহায়তার আশ্বাস দেন। শুভেচ্ছাকালে মাদরাসার কর্মকর্তা ও শিক্ষকরা নবনির্বাচিত সাংসদের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

পাঠকের মতামত: