ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ধলঘাটা সাপমারা ডেইল ভাঙ্গা জেটিটি পূন:নির্মানের দাবি

অনলাইন ডেস্ক ::

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাপমারা ডেইল ভাঙ্গা জেটিঘাট দিয়ে পারাপারে মানুষের দুর্ভোগের অন্ত নেই। সাপমারা এলাকার শত শত মানুষকে প্রতিদিন এ জেটিঘাট দিয়ে বাধ্য হয়ে পার হতে হয়। কিন্তু জেটিটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকলেও জেটিটি পূণর্নিমানের এপর্যন্ত কোন উদ্যোগ নেয়া হয়নি। স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান-সংসদ সদস্য সহ অন্যান্য জনপ্রতিনিধিদের কাছে জেটিটি পুণনির্মান করে দেয়ার জন্য এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও তাঁরা কেউই তা কর্ণপাত করেননি। অথচ সবাই বলছে-মহেশখালী অদূর ভবিষ্যতে সিঙ্গাপুরের মতো উন্নত হবে। ডিজিটাল আইল্যান্ডে পরিণত হবে। এখানকার আরেকজন বাসিন্দা আবদুস সালাম বলেন-আমরা ন্যূনতম সুযোগ সুবিধা নিয়ে মহেশখালীর বাসিন্দা হিসাবে থাকতে চাই, কৃত্রিম সিঙ্গাপুরের বাসিন্দা হতে চায়না। প্রায় ৭৫ বছর বয়সী মুরব্বী আবদুল গফুর বলেন-তার মতো বৃদ্ধ, শিশু, মহিলা, রোগী ও প্রতিবন্ধীরা এ জেটিঘাট দিয়ে পার হতে আল্লাহর আরশ কাপাঁর মতো কষ্ট পায়। তারা সকলেই ধলঘাটা ইউনিয়নের সাপমারা ভাঙ্গা জেটিটি অবিলম্বে পুণনির্মানের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

পাঠকের মতামত: