ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক কিশোরের মায়ের ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ঃ

দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের মা হাবিবা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। ২৯ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া বায়তুশ শরফ রোডস্থ নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা যায়। মরহুমা হাবিবা খাতুন দৈনিক গণসংযোগ ও মেহেদীর প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের মাতা। মৃত্যুকালে ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। ৩০ মার্চ সকাল ১০টায় চকরিয়ার নামার চিরিংগা পুরাতন জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

এদিকে, দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম. আমান উল্লাহসহ গণসংযোগ পরিবার। শোক বিবৃতিতে তিনি মরহুমার পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির শোক :: দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের কক্সবাজার জেলা সংবাদদাতা জাকের উল্লাহ চকোরী, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম সহ চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সকল সদস্যরা।

পাঠকের মতামত: