ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

দেশে এখন পুরোদমে একনায়কতন্ত্র চলছে, মানুষ শান্তিতে ঘুমাতেও পারছে না -কাজল

1132নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির কেন্দ্রীয় নেতা ও কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, ‘দেশে এখন পুরোদমে একনায়কতন্ত্র চলছে। শেখ হাসিনা সরকার বিনাভোটে ক্ষমতার মসনদ দখল করে রেখে পুরো দেশটাকেই নির্যাতন-নিপীড়ন আর হত্যার রাজ্যে পরিণত করেছেন। দেশের মানুষ শুধু যে ভোটের অধিকার হারিয়েছে তা-ই নয়, মানুষ এখন শান্তিতে রাতে ঘুমাতেও পারে না।’

তিনি মনে করেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ সরকার দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্টা করেছে। এই দুঃসময় থেকে মানুষকে মুক্তি দিতে হলে এখনই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।’

তিনি শুক্রবার বৃহত্তর বাহারছড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল যৌথভাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

তিনি সর্বক্ষেত্রে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

জেলা শ্রমিক দল সভাপতি ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম কমিশনারের সভাপতিত্বে অনুষ্টিত এই ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় যুবদল সদস্য ও পৌর কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জেলা যুবদল সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র জিসান উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনির উদ্দিন মনির, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি নেজাম উদ্দিন, মোহাম্মদ হারুন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুর রউফ।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম রিটনের সঞ্চালনায় বাহারছড়া বাজারস্থ মাঠে অনুষ্টিত এই ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ গফুর, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা আনোয়ার কামাল, জেলা ছাত্রদল নেতা আলী রেজা তছলিম, শহর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাহাত, জেলা যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক আবছার কামাল, পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পৌর যুবদলের প্রচার সম্পাদক রিয়াদ হোসেন রাসেল, গ্রাম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক রাফায়েত হোসেন, ১০নং ওয়ার্ড যুবদল সভাপতি ফারুক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফারুক, শাহনেওয়াজ, সাদ্দাম, বাহাদুর, জেলা যুবদল সদস্য জয়নাল আবেদীন, শহর যুবদলের নিসিয়র সদস্য সাইফুদ্দিন খালেদ সুমন, যুবদল নেতা গফুর প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন আইন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ নেওয়াজ রানা, জেলা ছাত্রদল নেতা আবদুল আলিম, ইনজামামুল হক, আসিফুল হাসান সিফাত, সাজ্জাদ হোসেন সাগর, শহর ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ, শহর ছাত্রদল নেতা আলী হোসেন পারভেজ, তানভীর ইসলাম ইরফান, আজিম প্রমূখ।

 

পাঠকের মতামত: