প্রেস বিজ্ঞপ্তি :: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দিনব্যাপী কর্মসূচী পালন করেছে কক্সবাজারের রামু উপজেলা যুবলীগ। দিনব্যাপী আয়োজনের আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেছেন, বিএনপি আবারো দেশে হাওয়া ভবনের রাজনীতি প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। তারা রাজনীতির নামে আবারও জ্বালাও পোড়াও করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তাদের অপরাজনীতি প্রতিহত করতে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীকে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকতে হবে।
এতে প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবলীগ রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে। তিনি যুবলীগের প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে থাকার আহবান জানান।
রামু উপজেলা যুবলীগ সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, মীর্জা ওবাইদ রুমেল, রামু উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া, সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, পলক বড়ুয়া আপ্পু, মাসুদুর রহমান, ওসমান গণি বক্তব্য রাখেন।
রামু উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নবীউল হক আরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম মেম্বার, যুগ্ম আহবায়ক এম সেলিম, চাকমারকুল ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আজিম, মো. ফেরদৌস গোলাপ, মিজানুর রহমান সও, জোয়ারিয়ানালা ইউনিয়ন যুবলীগ নেতা শাকিল আদনান, জসিম, রিফাত, ইমরান, ওবাইদুল হক, রাজারকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিমুল আলম নিউটন, সালাহ উদ্দিন, রশিদনগর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিম পুতু মেম্বার, শেফাইল চৌধুরী, মাজেদ সিকদার প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো- সকাল ৭টায় বাইপাসস্থ সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, সকল নেতাকর্মীর কালো ব্যাচ ধারন। সকাল সাড়ে ৮টায় খতমে কুরআন ও দোয়া মাহফিল, সকাল ১০ টায় শোক র্যালি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, বেলা ১২ টায় আলোচনা সভা ও দুপুর ১ টায় দুস্থদের মাঝে খাদ্য বিতরন।
দিনব্যাপী কর্মসূচি সফল করায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন রামু উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম চেয়ারম্যান ও সাধারন সম্পাদক নীতিশ বড়ুয়া।
পাঠকের মতামত: