ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

দেশের ৪৯০তম উপজেলা কর্ণফুলী

Patiya_Upazila_1চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীত করেছে সরকার। এক্ষেত্রে দেশের উপজেলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০টি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন এ উপজেলার অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সভাশেষে সাংবাদিকদের নতুন এ উপজেলার অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন ।

তিনি বলেন, পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন থেকে পাঁচটি ইউনিয়ন নিয়ে কর্ণফুলী উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার জনসংখ্যা এক লাখ ৬২ হাজার ১৪০ জন।

 

পাঠকের মতামত: