ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

দেশের স্বার্থ রক্ষা করে সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশন করতে হবে -সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার 

সংবাদ বিজ্ঞপ্তি ::  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেছেন, রোহিঙ্গা সমস্যা কক্সবাজার তথা বাংলাদেশের অন্যতম সমস্যা হয়ে দেখা দিয়েছে। কুটনৈতিক তৎপরতার মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদেরকে নিজ দেশে প্রেরত পাঠানো উচিত। অন্যথায় এ অঞ্চলে জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। দেশের স্বার্থ রক্ষা করে সাংবাদিকদের ইতিবাচক সংবাদ পরিবেশন করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে দেশের স্বার্থের বিরুদ্ধে যে বা যারা অপতৎপরতা চালাচ্ছেন তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আহবান জানানো হয়।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে শনিবার (২৪ আগস্ট) কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের জীবনমান উন্নয়নে সাংবাদিক সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। এজন্য কল্যাণ তহবিল গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় অংশ নিয়ে সাধারণ সদস্যরা ‘কল্যাণ তহবিলে’র কার্যক্রম জোরদার আহবান জানান। এছাড়া আবাসন সমস্যা সমাধানে ‘আবাসন প্রকল্পে’র কার্যক্রম আরো শক্তিশালী করার জন্য মতামত ব্যক্ত করেন। পরে সাংবাদিকদের কল্যাণের জন্য এই দুটি প্রকল্পের কার্যক্রম গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সাধারণ সম্পাদক হাসানুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সহসভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কামাল হোসেন আজাদ, আব্দুল মোনায়েম খান, ইকরাম চৌধুরী টিপু, রহুল কাদের বাবুল, মোঃ হাসিম, আনছার হোসেন, এম. আর. মাহবুব, ইব্রাহিম খলিল মামুন, আজাদ মনছুর, ইসলাম মাহমুদ, এম. নুরুল হক চকোরী, এম. বেদারুল আলম, জসিম উদ্দিন সিদ্দিকী, ছৈয়দ আলম, আবদুল মতিন চৌধুরী, নুরল আমিন হেলালী, মোঃ কায়ছারুল ইসলাম, মোহাম্মদ উর রহমান মাসুদ, সায়েদ জালাল উদ্দিন, খোরশেদ হেলালী, জিয়ায়ুল করিম, স.ম. ইকবাল বাহার চৌধুরী প্রমুখ।

পাঠকের মতামত: