ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

দেশের অগ্রযাত্রায় বেতারের অবদান অপরিসীম -এমপি কমল

12মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার ::

কক্সবাজার-রামু আসনের জাতীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বাংলাদেশের চলমান সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করা এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে একটি বিশেষ মহল দেশে সন্ত্রাস ও জঙ্গি হামলা চালাচ্ছে। এ হামলার পেছনে আন্তর্জাতিক মহল জড়িত থাকতে পারে। তিনি জঙ্গিবাদ মোকাবেলায় সরকারের বলিষ্ট অবস্থানের কথা তুলে ধরে বলেন, মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন দেশে জঙ্গিবাদের কোন স্থান হবে না। এমপি কমল দেশের অগ্রযাত্রায় বাংলাদেশ বেতারের ভূঁয়শী প্রশংসা করে বলেন, প্রাচীন সহজলভ্য এ গণমাধ্যম দেশের মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে কাজ করে যাচ্ছে। তিনি কক্সবাজার বেতার কর্তৃক এফএম (১০০.৮) তরঙ্গের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠির জীবনযাত্রার মানোন্নয়নে নানা কার্যক্রম প্রচারিত হচ্ছে বলে উল্লেখ করেন। যা দ্বারা স্থানীয় সাধারণ জনগণ উপকৃত হচ্ছেন। ১৬ জুলাই দেশব্যাপী অনুষ্ঠিতব্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে তিনি ১৩ জুলাই বিকেলে বাংলাদেশ বেতার কর্তৃক আয়োজিত বিশেষ বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কক্সবাজার পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত প্রচারনামূলক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহা পরিচালক একেএম নেছার উদ্দীন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহা পরিচালক (অনুষ্ঠান) সালাহ উদ্দীন আহমদ, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন এবং কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. পুচনু। ‘বাংলাদেশ বেতার সবার জন্য সবসময় সবখানে’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল কক্সবাজার জেলা প্রশাসন ও জাতীয় পুষ্টি সেবা এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান-ঢাকা। বেতারের মহাপরিচালক বলেন, দেশের দরিদ্র জনগোষ্টির স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশ বেতার দীর্ঘসময় ধরে সরকারের স্বাস্থ্য বিভাগের সাথে প্রচার কার্যক্রম চালিয়ে আসছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার মাধ্যমে দেশকে কৃমিমুক্ত ও পুষ্টিহীনতা থেকে রক্ষা করতে এ গণমাধ্যম অবদান রাখবে। এ সময় বাংলাদেশ বেতারের কক্সবাজার আঞ্চলিক পরিচালক মো. হাবিবুর রহমান, আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ, পরিচালক অনুষ্ঠান মো. নুরুল আবছার, উপ-বার্তা নিয়ন্ত্রক মো. হেমায়েত আকবর টিপু, সিনিয়র সাংবাদিক তোফাইল আহমদ, বার্তা বিভাগ অনুবাদক শ.ম. নুরুন্নবী, কক্সবাজার সদর উপজেলা সংবাদদাতা মো. রেজাউল করিম, উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদ, চকরিয়া উপজেলা সংবাদদাতা মো. জাহেদ, মহেশখালী উপজেলা সংবাদদাতা আমিনুল হক, আঞ্চলিক পরিচালকের পিএ মুসলেহ উদ্দীনসহ বেতারের শিল্পী, কলা-কূশলী, উপস্থাপক-উপস্থাপিকা, কথক-কথিকা, সংবাদ পাঠক-পাঠিকা, বাদ্য যন্ত্রী ও বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। শেষে ক্লোজ-আপ ওয়ান তারকা ও বাংলাদেশ বেতারের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বেতারের উপস্থাপিকা শামিমা আক্তার। অনুষ্ঠানের ফাঁকে বার্তা বিভাগের মানোন্নয়নে কর্মরত সংবাদদাতাদের পক্ষে মো. রেজাউল করিম মহা পরিচালক বরাবর কতিপয় প্রস্তাবনা তুলে দেন।

পাঠকের মতামত: