ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চকরিয়া সাব-রেজিষ্ট্রি অফিসের মোহরার আ্ত্বহত্যা

দূর্জয় পালকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় ৩ সহকর্মীর বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের খুরুশকুলের বাসিন্দা চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের মোহরার দূর্জয় পাল বিষপানে মৃত্যু বরণ করার ঘটনায় একই অফিসের ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অপরাধে মামলা দায়ের করা হয়েছে। নিহত দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বাদি হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। মামলা নাম্বার ৮৪১। ২৫/৯/২০২২।

এতে আসামী করা হয়েছে চকরিয়া সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী নিবাস কান্তি পাল। একই অফিসের মোহরার লিটন পাল, পিয়ন নাছির উদ্দিনকে। এর মধ্যে নিবাস পালের বাড়ি কক্সবাজার শহরের ঘোনারপাড়ায় এবং পিয়ন নাছির উদ্দিনের বাড়ি লাইট হাউজ এলাকায়, লিটন পালের বাড়ি চকরিয়ায়।

এ ব্যাপরে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন বলেন, হত্যা প্ররোচনায় উদ্বুদ্ধ করার যথেস্ট প্রমাণ সাপেক্ষে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে কাজ চলছে।

এদিকে নিহত দূর্জয় পালের স্ত্রী শিল্পী মল্লিক বলেন, আমার স্বামীকে আসামীরা সহ আরো কয়েকজন মিলে কয়েক মাস ধরে নানান ভাবে মানসিকভাবে নির্যাতন করেছে। যেটা আমার স্বামী চিরকুট এবং ভিডিওতে বলেছে। আমি আসামীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

পাঠকের মতামত: