ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

দুই স্ত্রীর হাতে রামধোলাই খেয়েছে স্বামী

আতিকুর রহমান মানিক, কক্সবাজার:
ঈদ মার্কেটিং সংক্রান্ত সাংসারিক ঝামেলায় পড়ে দুই স্ত্রীর হাতে রামধোলাই খেয়েছে স্বামী। আলোচিত এ মার্কেটিং ধোলাইয়ের খবরে এলাকায় সৃষ্টি হয়েছে প্রবল হাস্যরস। ৪ জুলাই (সোমবার) দুপুরের পরে কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের পূর্ব খাঁনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, স্থানীয় মৃত ফরিদ মেম্বারের ছেলে গিয়াস উদ্দীন বাবুল (৫৫) দুই বছর আগে একই এলাকার স্বামী পরিত্যক্তা এক মহিলাকে গোপনে বিয়ে করে বউয়ের বাপের বাড়ীতে রাখে। অথচ তার প্রথম স্ত্রীর ঘরে বিয়েযোগ্য ৪ ছেলেমেয়ে রয়েছে। সম্প্রতি তার ২য় বিয়ের খবর ফাঁস হলে সংসারে প্রবল অশান্তি শুরু হয় ও ২য় স্ত্রীর বাসায় যেতে বাবুলকে বারন করে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানরা। স্হানীয় জলিল জানান, অলস প্রকৃতির বাবুল কোন কাজকর্ম করেনা বিধায় দুই স্ত্রীকে নিয়মিত ভরন-পোষন দিতে পারেনা। অধিকন্তু বিভিন্নস্হান থেকে বিপুল পরিমান ধারকর্জ করায় পাওনাদারদের ভয়ে রীতিমত পালিয়ে বেড়ায় বাবুল। আসন্ন ঈদে প্রথম স্ত্রী ও ছেলেমেয়েদের জন্য প্রয়োজনীয় মার্কেটিং করার কথা বলে প্রথম স্ত্রীর প্রতিপালিত একটি ছাগল বিক্রি করে দেয় সে। কিন্ত ছাগল বিক্রির টাকা নিয়ে সোমবার দুপুরে ২য় স্ত্রীর সাথে গোপনে মার্কেটিং করতে ঈদগাঁও বাজার যাওয়ার জন্য প্রস্তুত হয় বাবুল। প্রত্যক্ষদর্শী সালাম বলেন, খতরনাক এ খবর শুনে প্রথম স্ত্রী রণরঙ্গিনী ভঙ্গিতে তেড়ে এসে তাদের পথরোধ করে। এ নিয়ে দুই সতীনের মধ্যে তুমুল ঝগড়া ও বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং দুজনেই ঈদ কেনাকাটার জন্য টাকা দাবী করে। পরিস্হিতি বেগতিক দেখে টাকাসহ বাবুল সরে যাওয়ার চেষ্টা করলে দুই স্ত্রী তাকে ধরে ফেলে ও রাস্তার মাঝেই এলোপাতাড়ি মার শুরু করে। আচমকা এরকম ধোলাই খেয়ে প্রথমে হতভম্ব হয়ে পড়লেও কিছুক্ষণ পরে নিজকে সামলে নিয়ে দৌড়ে পালিয়ে গিয়ে আত্নরক্ষা করে বাবুল। ঈদ মার্কেটিং সংক্রান্ত এ ধোলাইয়ের খবর ছড়িয়ে পড়লে এলাকায় প্রবল হাস্যরসের সৃষ্টি হয়েছে। উপরোক্ত ব্যাপারে বাবুলের সাথে যোগাযোগ করা হলে “এটা পারিবারিক ভূল বুঝাবুঝি” বলে মন্তব্য করে ফোন বন্ধ করে দেন।

পাঠকের মতামত: