ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

‘দুই বেলা পরীক্ষার প্রস্তুতি নিন’

অনলাইন ডেস্ক ::

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভবিষ্যতে দুই বেলা পরীক্ষা নেওয়া হবে, সেই প্রস্তুতি নিন। আজ বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের 51786_aaaপরীক্ষার প্রথম দিন ঢাকার সরকারি ল্যাবরেটরি বিদ্যালয়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বাইরে উপস্থিত অভিভাবকের এ সব কথা বলেন মন্ত্রী। মন্ত্রীকে কাছে পেয়ে একজন অভিভাবক পাবলিক পরীক্ষায় দুটো বিষয়ের পরীক্ষার মধ্যে আরও সময় রাখার দাবি জানান। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগে পাঁচ দিনে সব পরীক্ষা নেওয়া হতো। আগামীতে দিনে দুইটি পরীক্ষা নেয়ার চিন্তা করা হচ্ছে। তিন হাজার ২৩৬টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। যাতে অংশ নিচ্ছেন ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। গত বছরের এইচএসসি পরীক্ষা শুরুর দিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষার সময় কীভাবে কমিয়ে আনা যায়, তা খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

পাঠকের মতামত: