ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

দায়িত্ব পালনে সহযোগিতা চাইলেন রামু থানার নবাগত ওসি খায়ের

মোঃ জয়নাল আবেদীন টুক্কু ::  রামু থানায় ১৮ জুলাই যোগদান করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের । এর আগে তিনি বান্দবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ওসি আবুল খায়ের উখিয়া থানায় থাকাকালে রোহিঙ্গা শরনার্থী সমস্যা সুষ্ঠু ও সুন্দরভাবে ব্যবস্থাপনা করেন। উখিয়া উপজেলার আইনশৃঙ্খলা সুরক্ষা ও ইয়াবা বিরোধী অভিযানেও তিনি রেখেছেন সাফল্যের স্বাক্ষর।

নবাগত ওসি আবুল খায়ের বলেন,সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রামু থানায় ওসি হিসাবে যোগদানের পর প্রথম গণমাধ্যমের সাথে সাক্ষাতকারে বলেন-এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে রামু থানা পুলিশের সকল সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত: