ইমাম খাইর :
দালালচক্র ও তাদের সঙ্গে আঁতাতকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেছেন কক্সবাজার সদর মডেল থানার নবাগত ওসি রনজিত বড়ুয়া।
তিনি বলেন, জনতার সেবার জন্য পুলিশ। সেবা নিতে আসা কোন মানুষকে হয়রানী করা যাবেনা। যারা মামলা নিয়ে অযথা তদ্বির করতে আসে, দালালি করে থানায় সেসব লোকের ঠাঁই নেই। থানা কম্পাউন্ডে দালাল দেখার সাথে সাথে আটক করা হবে। কোন পুলিশ সদস্য দালালদের আশ্রয় প্রশ্রয় দিলেও ব্যবস্থা নেয়া হবে। সদর থানা সম্পূর্ণ দালালমুক্ত।
বৃহস্পতিবার দালাল মোঃ সোহাগ (৩২)কে আটকের পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ওসি রনজিত।
দালাল সোহাগ শহরের তারাবনিয়ারছড়ার মৃত আবদুল গণি সিকদারের ছেলে।
পাঠকের মতামত: