ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

দস্যুদের আত্মসমর্পন অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালী উপকূলের জলদস্যুদের আত্মসমর্পন অনুষ্ঠানে যোগ দিতে মহেশখালী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামীকাল ২০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় মহেশখালী জলদস্যুদের আত্মসমর্পন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রীর একান্ত সচিব ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২০ অক্টোবর বেলা ১১ টার দিকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌছবেন মন্ত্রী। এরপর বিমানবন্দর থেকে হেলিপ্যাড যোগে মহেশখালীতে পৌছবেন। সেখানে সাড়ে ১১ টায় জলদস্যুদের আত্মসমর্পন অনুষ্ঠানে যোগ দেবেন। পরে দুপুর আড়াইটায় কক্সবাজারের হোটেল সায়মনে সাংবাদিকদের বিফ্রিং করবেন মন্ত্রী। পরে বিকাল সাড়ে চারটায় মন্ত্রীর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

পাঠকের মতামত: