ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

দক্ষতা অর্জনকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে -বিজিএস প্রশিক্ষণ কোর্সের সদন বিতরনে ভারপ্রাপ্ত ইউএনও

ফারুক আহমদ, উখিয়া ::

উখিয়ার পাইন্যাশিয়া বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সদন বিতরন অনুষ্টান বুধবার (২৮ফেব্রুয়ারী) অনুষ্টিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের সদন বিতরন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি একরামুল ছিদ্দিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বেকারত্ব সমাজের এক অভিশাপ। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারলে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশা-পাশির বেকাত্ব দূর হবে। তিনি আরও বলেন বেকার যুবক-যুবতীদেরকে দক্ষতা অর্জনে বিজিএস এ ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আয়ের পথ সৃষ্টির সুযোগ হয়েছে।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তরুণ আলো প্রকল্প কর্মসূচির আওতায় অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলা জার্মান সম্প্রীতি’র কক্সবাজার অফিসের আঞ্চলিক কর্মকর্তা ইশফাকুর রহমান সুবিদ।

বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) উখিয়ার পাইন্যাশিয়া আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার দিদারুল আলমের পরিচালনায় অনুষ্টিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধূরী। বক্তব্য রাখেন এনজিও সংস্থা কোডেকের হেলাল উদ্দিন, বিজিএসের জবপ্লেসমেন্ট অফিসার সাইদুল ইসলাম উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ মেম্বার মনিরুল আলম ও প্রশিক্ষক নাজনিন আকতার। শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন প্রশিক্ষক মিঠুন চন্দ্র রায়। প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন, তারেক আজিজ ও হাসিনা আকতার

উল্øেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) তরুণ আলো প্রকল্পের আওতায় ৬০ জন যুবক-যুবতীদেরকে বিদ্যুৎ হাউজ ওয়ারিং, মোবাইল সার্ভিসিং ও ফ্যাশন গার্মেন্টস বিষয়ে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত তরুণ আলো প্রকল্প কর্মসূচিতে সহযোগিতা করছেন এনজিও সংস্থা কোডেক, ইলমা ও কোষ্ট ট্রাষ্ট।

পাঠকের মতামত: