ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

থানচিতে নিরাপত্তাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময় : একে ৪৭ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নে শসস্ত্র সন্ত্রাসীদের সাথে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি একে ৪৭ উদ্ধার করে। নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শসস্ত্র সন্ত্রাসীদের একটি দল জেলার থানচি উপজেলার গালাঙ্গ্যা ইউনিয়নে জয়থুন পাড়ায় অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় শসস্ত্র সন্ত্রাসীদের সাথে ঘন্টা ব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে, এক পর্যায়ে সন্ত্রাসী পালিয়ে যায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে একটি একে -৪৭ অস্ত্রটি উদ্ধার করে ।

থানচির ৩৩ বিজিবি ব্যাটালিয়ান কমান্ডার লে. কর্নেল হাবিবুর হাসান (পিএসসি) বলেন, ৫জনের অস্ত্রধারী গ্রুপের মধ্যে অন্তত তিনজন শসস্ত্র ছিল, তাদের সাথে গুলি বিনিময়ের ঘটনার পর আমরা অস্ত্রটি উদ্ধার করি। জেলার থানচি উপজেলার বিভিন্ন এলাকায় দেশিয় শসস্ত্র গ্রুপের পাশাপাশি মিয়ানমারের বিদ্রোহী বিভিন্ন শসস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে বলে জানা যায়।

পাঠকের মতামত: