ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

তমা গ্রুপের লরি পিষে দিল সাতকানিয়ার বন কর্মকর্তাকে

সাতকানিয়া প্রতিনিধি ::  তমা গ্রুপের একটি লরির ধাক্কায় মোবারক হোসেন নামের এক বন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত মোবারক পদুয়া রেঞ্জের বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১১ অক্টোবর) বিকাল ৪টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের নয়াখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোবারক পেশাগত কাজ শেষে বাইকযোগে বাসায় যাওয়ার সময় কেরানীহাটের নয়াখালের মুখ এলাকায় পৌঁছলে তমা গ্রুপের একটি লবি তাকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোবারক।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, দুর্ঘটনার পর তমা গ্রুপের গাড়িটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: