ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢেমুশিয়া বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন

চকরিয়া অফিস:

আজ ১৭ নভেম্বর বিকালে ঢেমুশিয়া বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, চট্টগ্রাম স্পোর্টস একাডেমী ও শেখ কামাল স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ক্রীড়া সংগঠক সেলিম আসলাম চৌধুরী সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, রবিউল এহেছান, মাতামুহুরী ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়ামোধী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: