সিএন ডেস্ক ::
রামু সমিতি-ঢাকা এর প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবসত “রামু উৎসব ২০১৮” স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।
গতকাল রামু সমিতির কার্যকরী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অনিবার্য এ সিদ্ধান্তের জন্য রামু সমিতি গভীর দূ:খ প্রকাশ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
রামু সমিতির এই জরুরী সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নুর মোহাম্মদ, উপদেষ্টা ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, সহ-সভাপতি সন্তোষ শর্মা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল মোমেন চৌধুরী, আজিজুল ইসলাম, সাইমুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন শর্মা, সবুজ বড়ুয়া, মোহিব্বুল মোক্তাদীর তানিম, আব্দুল আহাদ, আব্দুল হাকিম, এডভোকেট রাবেয়া হক, মোয়াজ্জেম হোসেন, হাসনা হেনা লিলি, আনোয়ারুল হাকিম আরাফাত, লিটন শর্মা, নিউটন শর্মা, বিজন শর্মা প্রমুখ।
পাঠকের মতামত: