ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ডুলাহাজারায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মোঃশওকত আলী

মোঃশাহ আলম,চকরিয়া ::কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান-১ মোঃশওকত আলী।
তিনি ডুলাহাজারা ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।এছাড়াও অত্র ওয়ার্ড থেকে পরপর তিনবারের নির্বাচিত সফল মেম্বার এবং সদ্য ঘোষিত চকরিয়া উপজেলার মেম্বার এসোসিয়েশনের বর্তমান সভাপতি হিসাবে দায়িত্বরত রয়েছেন।

এবিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃশওকত আলী প্রতিবেদককে জানান,আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর গত ১২ ফ্রেরুয়ারী সকালে পবিত্র ওমরাহ্‌ হজ্ব পালনের উদ্দেশ্য স্ব-পরিবারে সৌদিআরব গেছেন।মহোদয়ের অনুপস্থিততে,নির্বাচিত মেম্বারদের মধ্য থেকে সরকারী নিয়ম মোতাবেক ভোটে সৃষ্টি চেয়ারম্যান প্যানেল ঘোষণা করা হয়।সেই ক্ষমতাবলে আমি চেয়ারম্যান প্যানেল-১ নির্বাচিত হিসাবে তিনি বিদেশ যাওয়ার দিন আমাকে উনার অনুপস্থিততে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িভার অর্পন করেন।নিয়ম মোতাবেক চেয়ারম্যান মহোদয় দেশে ফিরে না আসা পর্যন্ত আমি দায়িত্ব পালন করছি,করবো।তাই প্রশাসন,পরিষদের সকল সদস্য-সদস্যা,চৌকিদার,এলাকার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছেন বলে জানান।

পাঠকের মতামত: