চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ছোট ভাইয়ের বসতভিটা জোরপূর্বক দখল নিতে বড় ভাই দফায় দফায় হামলা চালাচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছোট ভাই সোলতার আহমদ (৫০) নিরুপায় হয়ে বড় ভাই সাহাব উদ্দীনের বিরুদ্ধে স্থানীয় ইউ.পি সদস্য (প্যানেল চেয়ারম্যান) আব্দুর রহিমের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইজপাড়া এলাকার বাসিন্দা মৃত গোলাম ছোবহানের নামে ডুলাহাজারা মৌজায় ২৮০ নং বি.এস খতিয়ানে মহাসড়ক সংলগ্ন কিছু জায়গা রয়েছে। উক্ত জায়গার মালিক গোলাম ছোবহান তিনি মারা যাওয়ার পর তার নামীয় ঐ জমি তার ওয়ারীশরা ১ স্ত্রী , ৩ পুত্র এবং ২ কন্যাসহ মোট ৬জনের কাছে এলাকার সর্দার মার্র্দরা দেশীয় নিয়ম অনুযায়ী তাদের মাঝে ভাগ করে দেন। তবে এ সময় বিচারকদের প্রতি গোলাম ছোবহানের ওয়ারীশ সোলতান আহমদ দাবী করেন, জায়গা যেহেতু মহাসড়ক লাগোয়া সেহেতু সব ওয়ারীশগণরা যাতে মহাসড়কের পাশ ভোগ করতে পারে এজন্য উক্ত জায়গা পূর্ব-পশ্চিম প্লট করতে বলেন। কিন্তু এতে তার ভাই সুবিধাভোগী সাহাব উদ্দীন রাজি হয় নাই। মহাসড়কের পূর্ব পাশটাই নিজের দখলে রেখে জমি উত্তর দক্ষিণ প্লট করেন সাহাব উদ্দীন। এতে মৃত গোলাম ছোবহানের জায়গা থেকে তার ওয়ারীশদের মধ্যে ছেলেরা ১৫ কড়া করে ও মেয়েরা সাড়ে ৭ কড়া করে জায়গা পান। ভোক্তভোগী সোলতান আহমদ জানান, এ সময় তার পাওয়া ১৫ কড়া জায়গার সাথে লাগোয়া তার বোন আলীমুন্নিছার অংশ সাড়ে ৭কড়া জায়গা তিনি বোন থেকে ক্রয় করে মোট সাড়ে ২২ কড়া জায়গার উপর তিনি ঘেরাবেড়া দিয়ে ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ করে আসছেন। কিন্তু সোলতান আহমদের বসতভিটার ঐ জায়গার প্রতি লুলুপ পড়ে একই এলাকার দখলবাজ সাহাব উদ্দীনের । বর্তমানে সোলতান আহমদের দীর্ঘ বছরের বসতভিটা জোর পূর্বক দখলে নিতে সোলতান আহমদের পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলা চালাচ্ছে সাহাব উদ্দীন। এ অবস্থায় সোলতান আহমদ অসহা হয়ে এলাকার বিচারকদের দ্বারে দ্বারে ঘুরছেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউ.পি সদস্য অব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোলতান ও সাহাব উদ্দীন তারা দুই ভায়ের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় এক সময় সোলতান বাদী হয়ে সাহাব উদ্দীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে একটি মামলাও করেছিল। কিন্তু এতে বিবাদীরা পরিষদে হাজির না হওয়ায় এর কোন সমাধান দেওয়া হয় নাই। এ বিষয়ে ভোক্তভোগী সোলতান আহমদ চকরিয়া থানা পুলিশ সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপপেক্ষর হস্তক্ষেপ কামনা করেছে।
পাঠকের মতামত: