ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ডিসি কলেজকে মাইক্রোবাস দিলো আইওএম

প্রেস বিজ্ঞপ্তি ::
কক্সবাজার ডিসি কলেজের ছাত্র-ছাত্রীদের চলাচলের সুবিধার্থে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (International Organisation for Migration-IOM) একটি মাইক্রোবাস উপহার দিয়েছে। কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সোমবার ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে International Organisation for Migration (IOM) এর কক্সবাজার অফিস প্রধানের কাছ থেকে মাইক্রোবাসটির চাবি গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আইওএম কর্তৃপক্ষকে কক্সবাজার ডিসি কলেজ ও জেলা প্রশাসনের পক্ষে আন্তরিক ধন্যবাদ জানান।

কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ শাজাহান আলি জানান, করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে মাইক্রোবাসটি করোনা সংক্রান্ত জরুরি কর্মকান্ডে নিয়োজিত থাকবে। এডিএম আরো বলেন, একইসময় চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত দুর্যোগ মোকাবিলায় IOM এর পক্ষ হতে কাপড়ের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং থার্মাল স্ক্যানারও প্রদান করা হয়।

পাঠকের মতামত: