প্রেস বিজ্ঞপ্তি: ধানের মূল্য বৃদ্ধি, সকল ফসলের ন্যায্যমূল্য এবং পাটকল শ্রমিকদের জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ দাবী পুরণের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন কক্সবাজার জেলা বিএনপি। জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত স্মারকলিপিটি দুপুর ১২টায় ই-মেইলের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
স্মারকলিপিতে বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরণ অসন্তোষ বিরাজ করছে। উৎপাদিত ধানের মূল্য উৎপাদন ব্যয়ের চেয়ে অনেকগুন কম হওয়ায় কৃষকরা হাহাকার করছে। প্রান্তিক কৃষকরা ধানসহ সকল ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও দেশের ২৬টি পাটকলে একযোগে লাগাতার ধর্মঘট শুরু হলেও সরকার তাদের যৌক্তিক দাবী মেনে নিচ্ছে না। ১০ থেকে ১৫ সপ্তাহ মজুরী না পেয়ে শ্রমিকরা অর্ধাহারও অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। আমরা চাই সকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হউক।
পাঠকের মতামত: