ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

image-32874-1471854540নিজস্ব প্রতিবেদক :

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় আইনটি নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ‘ব্যক্তি,পারিবারিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ দমনের জন্যই এ আইন প্রণয়ন করা হচ্ছে।’

তিনি বলেন, গত কয়েক বছরে দেশে সামগ্রিক ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টিও জরুরি হয়ে পড়েছে।

 

পাঠকের মতামত: