ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

টেকপাড়ায় পর্দা উঠলো নাইট টি-১০ ব্লাস্ট ক্রিকেট টূর্ণামেন্ট’র

ক্রীড়া প্রতিবেদক ::

পর্দা উঠলো শহরের সামাজিক ও ক্রীড়ামূলক সংগঠন টেকপাড়া তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে নাইট টি-১০ ব্লাস্ট ক্রিকেট টূর্ণামেন্ট’র দ্বিতীয় আসরের। সোমবার রাত ৯টায় খুরুস্কুল ব্রিজ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবদুল খালেক। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন জান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক কাজী রাসেল আহমেদ নোবেল, ব্যবসায়ী মোঃ হেলাল, বার্মিজ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল আবদুল্লাহ, সাংবাদিক এম.এ আজিজ রাসেল, তরুণ ব্যবসায়ী মিজান মাওলা, রিয়াদ আবদুল্লাহ ও সামাজিক সংগঠন মিছিলের সভাপতি সাখাওয়াত হোসেন তূর্যসহ গণমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিফ কবির। বক্তারা বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হেভিওয়েট টিবিসি নোপ্রবলেম বনাম গতবারের রানার আপ স্টার অব টেকপাড়া। এবারের আসরে ১৫টি হট ফেভারিট দল অংশ নিয়েছে। টূর্ণামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- রাজধানী ফ্রেন্ডস সার্কেল, জুনিয়র নাইন স্টার, টেকপাড়া ছাত্র সংসদ, টিবিসি নো প্রবলেম, টি,কে আর, সি.বি.আই.ইউ কিংস, রাইজিং স্কোয়াড, ভয়াবহ টেকপাড়া, কলাতলী সিক্রেট ক্রিকেট ক্লাব, সেভেন স্টার ইউনাইটেড, দক্ষিণ তারাবনিয়ারছড়া ক্রিকেট ক্লাব, দ্যা ব্লাস্ট অব টেকপাড়া, হিটলার বয়েজ ও টিবিসি নাইন। প্রতিদিন খেলা দেখার জন্য ক্রীড়ামোদীদের প্রতি আহবান জানিয়েছেন টূর্ণামেন্টের আহবায়ক আসিফুল করিম।

পাঠকের মতামত: