ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

টেকনাফে ৭৫৫০টি ইয়াবাসহ দুইজন আটক

টেকনাফ সংবাদদাতা ::টেকনাফে ৭৫৫০টি ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলো-সাবরাং পুরান পাড়ার ছিদ্দিক আহমদের পুত্র ইলিয়াছ (১৯) ও রঙ্গিখালী লামার পাড়ার মৃত নাজির হোছনের পুত্র হাফেজ মুবিনুল হককে (২০)।
র‌্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার মির্জা মাহতাব গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহের ছড়ায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ আটক করেছে র‌্যাব।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান।

পাঠকের মতামত: