ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

টেকনাফে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি ::  কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদের তীরে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে আটক করা হয় ইয়াবার চালানটি। তবে আটক করা সম্ভব হয়নি পাচারকারী কাউকে।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ওমর খাল দিয়ে ইয়াবা আদান প্রদানের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। এ সময় জঙ্গলের পাশে একটি নৌকা দেখতে পেয়ে নৌকাটি ধাওয়া করলে তাতে থাকা লোকজন পালিয়ে যায়। পরে নৌকটি তল্লাশি করে সেখানে বস্তাভর্তি তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: