ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

্‌শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২৫ আগস্ট ॥

কক্সবাজাররের টেকনাফে এক লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি। বৃহস্পতিবার ( ২৫ আগস্ট ) ভোরে এসব ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে।

বিজিবির সুত্রে মতে, ২৫ আগস্ট বৃহস্পতিবার ভোরে টেকনাফ পৌরসভার হেচ্ছারখাল সংলগ্ন নাফনদী দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টিম নাফনদীতে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্থা ফেলে পাচারকারিরা পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা থেকে ১ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মুল্য ৩ কোটি টাকা।

টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুজার আল জাহিদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে।

বিজিবি সুত্র আরো জানায়, এর আগে ২৩ আগস্ট টেকনাফ পুরাতন ট্রানজিট ঘাট থেকে ৮ টি স্বণের বার উদ্ধার করা হয়। ২২ আগস্ট রাত ২ টায় টেকনাফের মগপাড়া থেকে উদ্ধার করা হয় ৩০ হাজার পিচ ইয়াবা।

পাঠকের মতামত: